Blog Details

Blog Image

কোন রোগির জন্য কত ব্যাগ রক্ত লাগতে পারে

১. সিজারের জন্য ১-২ ব্যাগ ।
২. রক্ত-স্বল্পতা/অ্যামিনিয়া রোগির জন্য ১-২ ব্যাগ।
৩. থ্যালাসিমিয়া রোগির জন্য- প্রতি মাসে ১ ব্যাগ, অনেক সময় প্রতি সপ্তাহে ১-২ ব্যাগ লাগে।
৪. ওপেন হার্ট সার্জারির জন্য ৪-৬ ব্যাগ রক্ত লাগে।
৫. বাইপাস সার্জারি, অপারেশনের জন্য ৩-৪ ব্যাগ।
৬. কিডনি ডায়ালসিসের জন্য ১-২ ব্যাগ।
৭. ব্লাড ক্যান্সারের রোগির জন্য Unlimited.. অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে প্রতি মাসে ১-২ ব্যাগ।
৮. লিভারের রোগির জন্য- রোগের অবস্থা অনুসারে প্রতি মাসে ৫-১০ ব্যাগ রক্ত লাগে।
৯. এক্সিডেন্টের রোগির জন্য- রোগির অবস্থা অনুসারে।
১০. রক্ত বমি - এ রোগে ১-২ ব্যাগ রক্তের প্রয়োজন হয়।
১১. ডেঙ্গু জ্বর - এ রোগে ৪ ব্যাগ রক্ত হতে ১ ব্যাগ Platelet (রক্তের সাদা অংশ) পৃথক করে রোগীর শরীরে দেয়া হয়।